কবি মানে,
কল্পনার জগতে হাবু ডুবু খাওয়া;
কবি মানে,
বাস্তবকে রূপকের আড়ালে প্রকাশ করা;
প্রকৃতির খেয়ালে যেন চলাফেরা;
কবি মানে,
প্রকৃতির অব্যক্ত ভাষা প্রকাশ করা;
ইচ্ছে মত বাস্ততা আর কল্পনার মিশ্রণে
নতুন কোন কবিতা লেখা;
যেখানে আছে হয়ত ভালবাসা,
সুখ-দুঃখের লুকিয়ে রাখা অব্যক্ত ভাষা-
জীবনের প্রতিটি মূহূর্তের কথাই যেন
কবির কলমের পরশে হয়ে উঠে জলন্ত
কোন হৃদয় রাঙানো কবিতা।


রচনাকা : ১৪ই জুন, ২০১৫ইং