দুর্যোগেও ধর্ম খুঁজি তবু আমি মানবতাবাদী
মরুক শালা মহামারিতে অনাহারে বিধর্মী!
ওরা মানুষ নয়, ওরা মরুক ক্ষুধায় অনাহারে;
কেউ যে ডাকে খোদা, কেউ যে ডাকে ভগবান
তাই বলে কি মানুষে মানুষে এতো ব্যবধান!


ক্ষুধার জ্বালায় দ্বারে দ্বারে হাত পেতেছে অনাহারী
এ মহামারিতে গৃহে অভুক্ত আছে পুত্র কন্যা স্ত্রী,
এ দশাতে পাষাণ হৃদয়ে বেদনায় যেন দাগ কাটে
ধর্মান্ধ তা দেখে মশগুল হয়ে যেন অট্টহাসি হাসে!
ধর্মান্ধ বলে, এ যেন মরে ক্ষুধার জ্বালায় বিধর্মী
দুর্যোগেও ধর্ম খুঁজি তবু আমি মানবতাবাদী।


মানবতা আজ যেন লুটিয়ে কাঁদে ভিখারী বেশে
দানবীরদের পিছনে-পিছনে মহাসংকট কালে,
এ দুর্যোগে শুনেছে খবর ওই শিমুলতলায়-
খাবার বিলি হবে- ছুটেছে অনাহারী ওই ঠিকানায়;
নির্দিষ্ট ধর্ম খুঁজে খুঁজে চলছে খাবার বিলি-
দুর্যোগেও ধর্ম খুঁজি তবু আমি মানবতাবাদী।


রচনাকাল : ৪ এপ্রিল, ২০২০ খ্রিঃ