দিন শেষে পড়ন্ত বিকালবেলায়-
সূর্য তখন পশ্চিম আকাশগামী;
সে সময় শীতল ছায়ায় যেন নিখিল ধরণী
আর দখিনা সমীরণে দোলে ছিল সবুজ প্রকৃতি।


ছায়া ঢাকা পুকুরে জলের ঢেউয়ে হাসে ছিল শতদল
আর আপন নীড়ে ফিরতেছিল শুভ্র বলাকার দল;
এমন সময় তুমি আর আমি একই পথে পাশাপাশি-
হেঁটে চলেছিলাম খরস্রোতা খোয়াই নদীর তীরে,
হৃদয়ের আপন খেয়ালে।


কত আবেগময় দু’টি হৃদয়ের বাণী-
যেন তা ছন্দে ছন্দে হয়েছিল কবিতার কথামালা,
হেঁটে যেতে যেতে তবু হয়নি শেষ হৃদয়ের কথা বলা,
রয়ে গেছে কিছু হৃদয়ের অব্যক্ত বাণী;
অবশেষে চলে এলাম দু’জন খোয়াই নদীর তীরে।


দু’জন দাঁড়িয়ে ছিলাম খোয়াই নদীর তীরে- আনমনে,
দু’জন ছিলাম কিছুটা সময় গোধূলী লগন টুকু;
তারপর ফিরলাম দু’জন বিহঙ্গের মত আপন নিকেতনে,
কিছুটা সংগোপনে, লোক-নয়নের আড়ালে;
তখন সন্ধ্যাবেলা- জ্বলছে প্রদীপ তুলসি তলাতে,
ফিরে এলাম দু’জন খোয়াই নদীর তীর থেকে।


এসব অনেক পুরোনো কথা,
হয়ত তুমি ভুলেই গেছো সেসব স্মৃতিকে-
সময়ের পালাবদলে,
আমার হৃদয়ে স্মৃতিগুলো আজো দেয় দোলা-
সময়ে অসময়ে;
এ যেন পৃথিবীর মহাকালের চিরন্তন খেলা,
আজো চলছে- অনন্তকাল ধরে, এই ভুবন মাঝে।


রচনাকাল : ২০ এপ্রিল, ২০১৭ইং