বিশ্ব যখন মহাসংকটে, মহাত্রাসে-
করোনার ভয়ানক আক্রমণে;
লাশের মিছিল ইতালির রাজপথে
বিশ্ব মানবতা কাঁদে আর্ত চিৎকারে!


আজ ধর্মালয় মানবশূন্য-
মানবশূন্য কোলাহলপূর্ণ রাজপথ,
হে ধার্মিক, মেনে চলো বাঁচার বিধি
দান করো অভাবীকে ধর্মালয়ের অর্থকড়ি;
আজ তোমার দুয়ারে দাঁড়িয়েছে অভাবী।


সভ্যতার বুকে এ কেমন প্রকৃতির খেলা?
প্রকৃতির করাল গ্রাসে থেমে গেছে-
বিশ্বজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা,
ওহে প্রকৃতি, থামাও তোমার নিরস্ত্র যুদ্ধ
আর বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞের নির্মম খেলা;
রক্ষা করো হে ঈশ্বর, হে মহান খোদা!


জনসাধারণ আজ গৃহবন্দী, নেই কর্ম
দরিদ্র মানুষ অনাহারে, নেই অর্থকড়ি;
বিশ্বজুড়ে আজ মৃত্যুপুরী, লাশের মিছিল;
জীবন-মৃত্যুর আতঙ্কে ঝরছে শতসহস্র প্রাণ,
হে প্রভু, এ মহাসংকটে আমাদের করো পরিত্রাণ।


রচনাকাল : ৩১ মার্চ, ২০২০ খ্রিঃ