চঞ্চল চঞ্চল বিহঙ্গদল হায়!
নীল গগণে উড়ে যেতে চায়,
উড়বে যেথায় মুক্ত প্রাণে
অানন্দস্রোতে, উল্লাসে।


মুক্ত প্রাণে অার মুক্ত ডানায়
উড়বে অাজ যেথায় সেথায়,
অানন্দ শিহরণে-
অাপন স্বাধীনতায়।


পূর্বেকার বন্দীজীবন ছেড়ে বিহঙ্গদল
এবার এলো মুক্তিশালায়,
অানন্দে অাজ হিয়া দোলে
উড়বে অাজ মুক্ত হওয়ায়;
বিহঙ্গদল অাজ গান গায় মধুর সুরে
অানন্দ শিহরণে মনের সুখে।


রচনাকাল : ১১ ডিসেম্বর/২০০৫ইং