জীবনের পথ অাঁকা-বাঁকা
বহমান নদীর মতো পথচলা,
চলার পথে দু'চোখে
কত যে স্বপ্ন সাজে, সকাল সাঁঝে।


স্বপ্নগুলো যেন রংধনুর সাত রংয়ে
মেঘের মতো ভেসে বেড়ায় দু'চোখে,
দিন ও রাতে স্বপ্নগুলো হাসে
রূপালী চাঁদের অালোর মতো অালো ঢেলে;
অানন্দ হরষে  সযতনে।


স্বপ্নগুলো স্বার্থক হবে বলে-
জীবনে বয়ে কখনো অানন্দ
অাবার কখনো বেদনার ধারা,
অাবার সহসা থমকে দাঁড়ায়
জীবনের এ পথচলা-
সাজানো স্বপ্নগুলো ভেঙ্গে যায়
স্বপ্ন পূরণের ব্যর্থতায়!


চারদিকে যেন নেমে অাসে
অাঁধার কালো শ্রাবণ,
অার স্বপ্নগুলো ভেসে যায়-
সিডরে ভেসে যাওয়া মানুষ কিংবা
গবাদি পশুর মতন!


জীবনের পথে কারো জীবনে বয়ে অানন্দধারা,
কারো জীবন অতি বেদনাবিধুর;
যেন বাঁধায় ঘেরা সবগুলোর পথ  বন্ধুর অতি;
তবু মানব- মানবী জীবনের পথে
চিরকাল পথচারী।


রচনাকাল : ১৪ জানুয়ারি, ২০০৮