তুমি ভুলে গেছো আমায়
রাতের স্বপ্নের মতো করে;
তোমার জীবনে আসে সুখের বারতা
আর আমার জীবনে ‍দুঃখগুলো শুধু করে তাড়া,
যেন মরীচিকার মতো করে,
যেন মরীচিকার মতো করে।


সত্যি, আমি ছিলাম অনেক বোকা!
বুঝতে পারিনি তোমার চতুরতা;
তাই তো ভালোবাসা আজ হয়ে গেল-
আমার জীবনে নিষ্ঠুর আগ্নেয়-গিরি-লাভা।


আজ তোমার সুখের ঠিকানা-
নবস্বপ্ন জড়ানো তিতাসের তীর;
আমার জীবন সুখ-স্বপ্ন বিহীন,
প্রতি মুহুর্তে দুঃখগুলো আমায় ঘিরে
শুধু করে ভীড়।


তোমায় ভালোবেসে সুখের আশায়
করে ছিলাম হৃদয় সম্প্রদান;
অবশেষে তোমার কাছ থেকে পেলাম
তিরষ্কার, অবহেলা; পেলাম অশ্রুজলে
ভাসানোর মতো অপমান,
এই তো ছিল তোমার প্রতিদান;
ভুল করে, করে ছিলাম তোমায়
হৃদয় সম্প্রদান, তাই তো পেলাম-
অপমান আর অপমান।