অাকাশে মেঘে মেঘে সাদা কালো অাল্পনা
বিহঙ্গদল উড়ে যায় গোধূলি বেলায়,
চলো তুমি অামি হারিয়ে যাই প্রেমের বাঁধনে
ফাগুনের পাগলপারা রঙের দিনে।


বাঁধাহীন তুমি অামি এই রাঙানো দিনে
ফাগুনের মাতাল হাওয়ায় চলো যায় ভেসে,
যেখানে দিগন্ত এসে মিশে গেছে রূপকথার
সবুজে শোভিত বিস্তৃত তেপান্তরের মাঠে;
চলো সেখানে হারায় দু'জনে ভালোবেসে
ভালোবেসে, প্রেমের বাঁধনে।


ফাগুনের সবটুকু বর্ণিল রঙ কুড়িয়ে নিয়ে
রঙে রঙে সাজাবো এসো অামাদের পৃথিবী,
যেখানে ঝরবে চাঁদনী রাতের অালোকরাশি
সেই অালোতে তুমি অার অামি হবো দিশেহারা,
অানন্দ হাসিতে যেন উদ্ভাসি;
অালো ঝলমলে চাঁদনী রাতের অালোকরাশি।


ফাগুনের রঙে রাঙা এই দিনে হাতে হাত রেখে
চলো দুু'জন হারায়, তেপান্তরের ঐ
দূর সবুজে শোভিত শেষ সীমানায়;
সেখানে শুধু তুমি অার অামি,
চলো গড়ে তুলি প্রেমের বাঁধনে এক প্রেমের পৃথিবী।


রচনাকাল : ৬ মার্চ, ২০১৮ইং