অাশা নিরাশার খেলায় যখন
প্রহর গোণে এ জীবন,
দ্বিধা-দ্বন্দ্বের কড়াল গ্রাসে
ভাঙ্গে হৃদয়ের দু'টি তীর যখন তখন।


স্বপ্নগুলো দু'টি চোখের তারায়-
অালো জ্বেলে ছিল উজ্জ্বলধারায়,
অাজ স্বপ্নগুলো বেদনাবিধুর অশ্রুজলে
ভেসে বেড়ায় প্রতিক্ষণে;
নিরবে নিভৃতে অামায় কাঁদায় ক্ষণে ক্ষণে।


পৃথিবীর কোন অজানা পথে
জীবন যেন চলেছে ছুটে,
সে তো অামি জানি না;
কত মরু প্রান্তর অার কত অরণ্য জঙ্গল,
সে তো অামি চিনিনা;
তবু ছুটে চলেছি পৃথিবীর অজানা পথে
দেশ- দেশান্তরে,
পৌঁছাতে অালোর দুয়ারে!


রচনাকাল : ১৭ অক্টোবর, ২০১৭ইং