আমার দু’টি চোখ শুধু তোমায়
দেখতে চায় প্রতি পলকে পলকে,
আমার দু’টি চোখে আসেনা নিদ্রা
সারারাত বিনিদ্র চোখে শয্যা কাটে;
শিয়রে হাত রেখে দেখি নীরবে-
জানালার ধারে জোনাকি আলো জ্বালে।


তোমায় ভেবে ভেবে আনমনে সময়
কাটে রাতের আকাশ দেখে;
যেখানে-
রাতের মেঘমুক্ত সূদূর আকাশে ঝলমলে
তারাগুলো মিটি মিটি করে জ্বলে,
শত জনমের প্রেমের আবেগ ঢেলে
যেন পূর্ণিমা চাঁদ আলো জ্বেলে হাসে;
উচ্ছ্বলতায় যে হাসিতে প্রিয়তমা হাসে।


তখন মনে হয়-
এই যেন তুমি আমার পাশে বসে
কোন এক কথায় হেসে হেসে মশ্গুল,
যেন স্বর্ণলতার মতো বাতাসে দোলে
ওই ক্ষণে হেসে মৃদু মৃদু খাচ্ছো দোল!


তোমায় ভেবে কল্পনায় হয়েছি বিভোর,
অবশেষে রাত শেষে শুনি পাখিদের
কলরব কোলাহল, আঁধার কেটে
রবির রাঙা আলোয় হয়েছে ভোর;
তোমায় ভেবে কল্পনায় হয়েছি বিভোর।


রচনাকাল ঃ ০৩ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিঃ