মনের দুঃখ মনের ভিতর
আমি দিয়েছি চির সমাধি,
হাসি বেঁচে থাকুক বাহিরে
আমি হলাম মঞ্চ অধিপতি!


আমার প্রেম আমার বিরহ
পাশাপাশি করে যে বসবাস,
আমি প্রেমে ভাসি আর ডুবি
পুর্নবার বিরহে হই নিরাশ!


ওগো বধূ তবু খুঁজি প্রেমসুখ
সদা তোমার মাঝে নিরবে,
আমি বিরহ ভুলে দুঃখ ভুলে
সাজাই গৃহ যে আনন্দ প্রেমে!


আমি দুঃখ বুকে চেপে রাখি
তোমার প্রেমের মালা গাঁথি,
শুধু তোমায় ভালোবেসে যাই
তোমার প্রেমে সুখী হতে চাই।


আমি সব বিরহ ভুলে যাই
তোমার এই মায়াবী ছোঁয়ায়,
এ প্রেম বাঁচুক শত সহস্র সন
প্রেমে হোক যে পুর্নবার মিলন!


রচনাকাল : ১৯ শে অক্টোবর,  ২০২৩ খ্রীঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ