ফাগুন এলো ফাগুন এলো
ফাগুন রে,
মনের ভিতর আগুন জ্বেলে
ফাগুন এলো রে!


এই ফাগুনের আগুন জ্বালা
রঙের মোহনায়,
আমি হারাই ক্ষণে ক্ষণে,  
আমি যে হারাই।


আজ ছন্দহীন প্রকৃতি নাচে
নাচে রঙের উৎসবে,
ফুলে ফুলে রঙের মেলা
সুরভিত আজ বাতাসে!


এই ফাগুনে হলি যেন
রঙের সমাহার,
তোমায় রাঙায় আপন মনে
লাগে কত বাহার!


আজ রঙ দেবো রঙ দেবো
তোমায়, এসো এসো তাই;
এই রঙ মাখা ফাগুনে আগুন
জ্বালা ফাগুনে রাঙাব তোমায়।


রচনাকাল : ১৫ই মার্চ, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : কলাবাগান, বিসিক, ফতুল্লা, নারায়ণগঞ্জ