মিথ্যা অহংকার পৃথিবীতে ধূলিসাৎ
মিথ্যাবাদীর হৃদয়ে নরকের বসবাস,
সত্য যে উজ্জ্বল শশী, মিথ্যা কালো মেঘ
মেঘের মতো ক্ষণকাল মিথ্যার আবেশ।


কত মিথ্যা ছলছাতুরি এনেছে মানুষের
হৃদয়ে বেদনার বরষার মহাপ্লাবন,
কত যে প্রাণ ঝরে গেছে,  কত যে হৃদয়
ভেঙ্গে গেছে, তবু চলেছে মিথ্যার সাধন।


তবু, মিথ্যা চলেছে ধেয়ে ঝড়ের গতি বেগে
সেতো ক্ষণস্থায়ী যেন বালুরচরে গড়া নিকেতন,
পরাজয় জেনে তবু হুংকার ছাড়ে ক্ষণে-ক্ষণে
অবশেষে সত্যের জয়ে উড়ে বিজয় কেতন।


মিথ্যা আজ ছেয়ে গেছে বিশ্বজগৎ জুড়ে
ক্ষণকালে জয়ী মিথ্যা, আছে তার অবসান;
চলো চলি- সত্যের পথে, গাই সত্যের জয়গান
যে পথে চলে সর্বযুগে যুধিষ্ঠির হয়েছে মহীয়ান।


রচনাকাল: ৩০ মে, ২০১৮ইং