অগ্নির প্রথম প্রকাশে সভ্যতার সূচনা
অতিক্রান্ত হয়েছে শত সহস্রাধিক বছর,
কত অরণ্য, কত দুর্গম অঞ্চল-
গুহাবাসী মানব জাতি করেছে
জনপদে-নগরে রূপান্তর।


গৃহ নির্মাণ অার কৃষিচাষে এলো সফলতা,
মাতৃ তান্ত্রিক পরিবার প্রথায়-
প্রথম পরিবারের অগ্রযাত্রা;
শুরু বিশ্ব সভ্যতার জয়যাত্রা।


সভ্যতা অাজ কলঙ্কিত প্রকম্পিত
অসহায় মানুষের ক্রন্দন স্রোতে,
পরিবারের বন্ধন অাজ নড়বড়ে
অনৈতিক অাচরণ অার নেশার ধূম্রজালে;
কে শুনবে হায়- সভ্যতার সভ্য অাবেদন,
চারদিকে শুধু সভ্যতার রোদন!


রচনাকাল : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮