শীতের সকাল, চারদিকে কুয়াশা ঘেরা
যেন রূপকথার ভেজা বিশাল শ্বেত চাঁদর;
দৃষ্টি সীমা যেন বেশি দূর নয়-
অতি নিকট সরষে ক্ষেত কিংবা সর্পিলপথ,
সবুজ প্রান্তর মিলিয়ে গেছে যেন ক্ষণিকের শ্বেত চাঁদরে;
এ যেন রূপকথার শ্বেত চাঁদর!


শীতের সকালে কুয়াশা যেন বৃষ্টির অঝোরধারার
মত চারদিকে নেমে আসে গাঁয়ের উন্মুক্ত মাঠে,
হলদে সরষের ক্ষেতে কিংবা পাড়া মহল্লার আনাচে-কানাচে;
শীতের আগমনে পিঠা-পুলির মেলা যেন মহল্লা-বাজারের
কোণে কোণে আসর জমিয়ে বসে।


গাঁয়ের ছোট ছেলে-মেয়েরা, বৃদ্ধ-বৃদ্ধা ঘরের আশেপাশে
পতিত জমিতে কিংবা পথের ধারে বসে আগুন তাপায়
শীতের কনকনে হিম সকালে;
কেউ গান গায়, কেউ ছড়া কাটে মনের আনন্দে,
পৌষ-মাঘের শীতের সকালে।