জানি রাতের আঁধার কেটে
       আসবে এক নতুন সকাল,
পৃথিবীর শাশ্বত নিয়মে বেঁধে
   সাক্ষী রয় চিরদিনি মহাকাল।


এই পৃথিবীর শাশ্বত নিয়মে
      সুখ দুঃখ নয়তো চিরস্থায়ী,
সুখের পরে যে দুঃখ আসে
        দুঃখের পরে হই যে সুখী।


এ জগতে সবে সুখ যাচি
       চাইনা যে কেউ কভু দুঃখ,
দুঃখ বিনা সুখ কি আসে
        বলতে কি পারবে কেহ!


তবু যে অশ্বের মতো ছুটি
     সুখের মোহের ঢের সন্ধানে,
তবুও পাইনা খুঁজে নাগাল
   ব্যর্থতায় হই যে কত নাকাল!


সুখ সুখ করে সুখের পিছে
      চিরকাল মরছি একই ভাবে,
দুঃখকে যদি সুখ ভাবতে পারি
    তবে হবো যে এ জগতে সুখী।


রচনাকাল : ২৮ শে জুন, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : কাজীপাড়া,  মিরপুর, ঢাকা