তুমি যখন রাত্রি জাগো আমিও তখন জাগি
তুমি যে আমার স্বপ্নে ঘেরা তুমি স্বপ্নচারিনী;
হৃদয় বাতায়নে কান পেতে শুনি তোমার হাসির
ধ্বনি- অনুভবে পাই তোমার উষ্ণতার ছোঁয়া;
দু’জনার চোখ যেন চোখে চোখে অপলক দৃষ্টি,
চোখের তারায় লজ্জায় প্রেম যেন খায় লুটোপুটি!


তোমারই প্রেমে আবেগময় আবেদনে যেন হৃদয়ের
গহীনে নিশুতি নিশিতে নামে ঝলমলে জোছনাধারা;
সেই আলোর ধারায় ভিজে যাই যেন নিশুতি নিশিতে
নিরবে, সেই সময় সহসা যেন নিরব সমস্ত পৃথিবী;
দু’জনার দু’টি চোখ পড়ে যখন চোখে চোখ-
চোখের তারায় লজ্জায় প্রেম যেন খায় লুটোপুটি!


রচনাকাল : ২০ শে মে, ২০১৯ ইং