নিতুই রাইতে স্বপ্নে দেখি
       তুই বন্ধু যে মনের পাখি,
মনের ভিতর পোষী তোরে
         আমি কত যতন করে !


তুই যে আমার ভালবাসা
        আমার সকল স্বপ্ন আশা,
তোরে নিয়া বুকের ভিতর
        বান্ধিয়াছি যে সুখের বাসা।


নদীর পাড়ে রাইতের বেলা
         জোনাই জ্বলে মিটি মিটি,
তুই বন্ধু যে দূরে রইলা-
        হইলা না তো আমার সাথী।


কত কথার যে কথামালা
         সাজিয়াছি যে আমি একলা,
রাইত জাইগ্যা কইবো তোরে
          এই তো মনের বড় আশা।


এ পথ ধইরা তুই বন্ধু যে
          আর তো কভু আইলি না,
মনের আশা মনেই রইল
           আর তো কভু মিটল না!


রচনাকাল : ১৯ শে মে, ২০২৩ খ্রিঃ
রচনাস্থান : কাজীপাড়া, মিরপুর, ঢাকা।