তোমারে রেখেছি হৃদয় মাঝারে
রেখেছি আমার হৃদয়ের গহীনে,
কত যে আদরে কত যে যতনে
কি করে বুঝাই বলো তোমারে!


কত যে প্রেমে কত যে অনুরাগে
তুমি মিশে আছো প্রতি অনুভবে,
আমার শত জনমে শত মরণে
পারবো না যে ভুলতে তোমারে।


তুমি আছো যে আমার হতে দূরে
তুমি তোমার রাগ অভিমান নিয়ে,
আমি তো যেতে চাইনি এতদূরে
তুমি ঠেলে দিয়েছো দূরে পর করে!


তোমার শত অপমান দূরে ঠেলে
গিয়েছি যে বার বার তোমার কাছে,
তোমার দেয়া অপমান সয়েছি নিরবে
করিনি যে প্রতিবাদ প্রেমপুষ্প ভেবে।


শত চেষ্টায় পারিনি যে ভুল ভাঙাতে
ছাড়িনি আশা, চাইনা তোমায় হারাতে;
আজো স্বপ্ন দেখি শুধু তোমায় ঘিরে
আমার ফেরারি স্বপ্ন তোমায় ঘিরে ঘুরে।


রচনাকাল : ২২ ডিসেম্বর,  ২০২০
#কাজীরবাগ, মানিকনগর, ঢাকা-১২০৩