হাজার দুঃখের রাত্রি আমার
গেল যে একা একা,
সেতো ছিল যেন দুঃখের পারাবার;
কত যে তোমায় বলেছিলাম-
তুমি থেকো আমার পাশে,
বিনিদ্র রাত্রি কাটে আমার।


তুমি আসলে না, তুমি আসলে না,
দুর্ষহ বেদনায় কাটে দুঃখের রাত্রি,
আজ ঝরে অঝোরে বেদনার শ্রাবণধারা;
ঘন আঁধারে দুঃখের রাতে দু'চোখে ভাসে
তোমার উজ্জ্বল মুখখানা;
তুমি আসলে না, দুঃখের রাতে সান্ত্বনাহীন
আমি বড়ই একা।


রচনাকাল : ২৭ জানুয়ারি, ২০১৮