পারিনি যে মনের কথা বলতে খুলে বজ্রমেঘের মত
তাইতে দিলাম ব্যথা তোমায় কত
চলে গেলে অনেক দূরে ভেবে ভাগ্যহত।


মনের ভিতর দেখতে যদি পেতে
সেথায় চঞ্চলতার স্রোতে
দিবানিশি দ্বন্দ্ব-দ্বিধা ঘুরছে অবিরত
পড়ছে বাঁধা মনের কথা নীরবতা শত শত।


পুষ্প ফোটে বনে, হাসি দিয়ে ঢাকে মনের ব্যথা
কয় না কিছু, থাকে পড়ে মনের মাঝে মনের আকুলতা
কেমন করে দেবে সাড়া যখন আকাশ তাকে ডাকে
সে শুধু রয় চেয়ে, বন্দি সে যে জীবন পথের বাঁকে।


এই ত্বরাসে আবার যদি আসো
সময় করে কাছে এসে একটু সময় বসো
সাহস করে আরশী ধরে চেয়ে থেকো মনের ভিতর
সেথা তোমার তরে আছে গাঁথা বকুল পুষ্পহার।