আমি নাকি অসাধারণ
কে এসে একদিন বলে গেলো
সেই থেকে ভাবি - জল-কাদা-মাটি
সেখানেও বুঝি ঝরে অশ্রুর প্লাবণ
সুম্স্মিতা খেলা করে নাড়া দেয় ঝাউ বন


কবে কে এসেছিলো
চোখে তার লেগেছিলো ভালো
সেই থেকে হয়ে আছি আমি তার চোখে আলো
বাতাবী লেবু সুগন্ধ জোৎস্না
কখন যে উঠেছে ফুটে কচি একটি বেদনা
পেয়েছি কি পাইনি টের,
তবু বুকে ব্যথা বেজেছে ঢের


পানকৌড়ি পাখি আমার চোখাচোখি
বলেছে আমায়, আমিও কি নই অসাধরণ?