অসীম তুমি, তাই বলে কি যাবে না ছোঁয়া তোমায়
আমার ব্যথা আমার শোক আমার চোখের বন্যা
তোমার একটু পরশ চায়।


দেখতে আমি পাই না তোমায় -
তবু দিন হারানো সাঁঝে আমার হৃদয় মাঝে
তোমার কঠিন সত্য তখন বাজে,
অন্তরেতে ধ্বনিত হয় তোমার পদধ্বনি, তোমার আনাগোনা
যাও যে রেখে বানী, ঝর্ণার জল নির্ঝর কল্লোলিনী
প্রশান্ত সংগীতে ছিটাও শান্তি আমার বেদনায়।


আমার পথের আসা-যাওয়ার শেষে
কালের প্রহর কালেই যাবে মিশে
তখন তুমি দাঁড়িও সামনে আমার এসে
আমার শেষ শিখাটি অঞ্জলীতে দেব তোমার পায়
নেভার আগে শেষ প্রণাম যেন করতে পারি তোমায়।