ভালো আছি, থাকিবো ভালো
মনেতে কেনো অযথা রাখিবো অন্ধকার কালো?
এ পৃথিবী সুন্দর, রূপ তার অপরূপ মনোহর
সেই রূপে আমিও দেখিবো আমাকে, দেখিবো সবার অন্তর।


আছে দুঃখ, আছে ব্যথা
জনমে জনমে মরণের শোকগাঁথা
অশেষ বেদনা, না পাবার রোদন
বঞ্চিতের ম্লান মুখ, শোষিতে বিষণ্ণ বদন।
কে দেবে সান্ত্বনা, কে ভাঙ্গিবে অত্যাচারীর হাত-
আছে প্রশ্ন, কখন আসিবে সেই মুক্ত প্রভাত?


কতকিছু ঘটিতেছে চারিদিকে, মনেতে জাগায় বিষাদ
তবু আমি করি অর্চনা, চাই দেবীর প্রসাদ।
জানি না কী মোহ-জড়তা আছে এই জীবনে, ভাঙ্গিতেছে না ভয়
তবু আমি প্রত্যাশী, একদিন হবে সুন্দর ও ন্যায়ের জয়।


সলিতায় পুড়িতেছে তেল, আগুনে জ্বলিতেছে ধূপ
তাহারই মাঝে আমি খুঁজিতেছি শান্তি, জগতের সত্য স্বরূপ!