নিত্য যাহা আমার প্রাণে করে যাওয়া-আসা
ডাকি তারে বসাই পাশে বলি কথা - পাই নে যে সেই ভাষা
আমার মেটে না তাই আশা
পড়ে থাকে অতৃপ্ত মন, শুধুই চোখের জলে ভাসা।


আকাশ যখন ডাকে আমায় তাকিয়ে থাকি তার দিকে
মনের সকল ব্যথা অসীম তাহার শূন্যলোকে খোঁজে আশা অনিমিখে
কিছুই তবু পাই না আমি শুধু শুনি তাহার বানী
কী কথা যে আমি তারে কবো, সেই ভাষাটি আমি তো না জানি।


সাগর আমায় বলে, অঘাধ আমার জলরাশি
তাহার সাথে মেশাও তোমার একটু হাসি
ঢেউয়ে ঢেউয়ে মনে তোমার লাগবে দোলা।
কেমন করে বলবো আমি তাকে, আমি যে ছন্দ ভোলা।


কত দিনের কত কথা, জমে আছে অধীর ব্যথা
ভেবেছি কত ছড়াবো তাদের মাঠে মাঠে
সূর্যমূখী হয়ে যদি সকলে তারা ওঠে ফুটে
সবার হাসি হেসে তখন দেবো হৃদয় মেলে ভাঙবে নীরবতা।