হাসিলো পুষ্প, তাই হলো ভোর
নয়ত থাকিতো এ জগৎ ভীষণ অন্ধকার।


ফুলের সাধনা সত্যের আরাধনা
হাসিয়া খেলিয়া ফুরাইতে সে চায়,
সকলে সে বাসিলো ভালো
নিজে তবু পড়িলো না বাঁধা কোন ছায়ায়।


এ জগৎ সংসারে কে এমন পারে
বিলাইতে সুগন্ধ আপন ভুলিয়া,
যাহা কিছু ছিলো আপনার
রাখিলো না আপন বলিয়া কাছেতে কিছু আর
শুচি-অশুচি, স্পৃশ্য-অস্পৃশ্য - ভুলি সব বিভেদ
হাসিতে হাসিতে সকল সে দিলো বিলাইয়া।