এসো অসীম এসো সসীম এসো শূন্য এসো পূর্ণ
                              এসো আমার বাঁধন হারা প্রান্তরে
রাতের আকাশ জুড়ে সেথায় প্রদীপ জ্বলে নীহারিকার অন্তরে।


আঁধার আলোর মায়াবী রঙ নানা কথার কানাকানি
স্বপ্ন থাকে আশায় মিশে, সেথায় চিরন্তনের জানাজানি
হৃদয় নিয়ে হৃদয় দেওয়া - ফুলের বনে ভুলের ছড়াছড়ি
কালের ঢেউ থেমেছে ক্ষণ তরে, সেথায় যেও ধুলায় গড়াগড়ি।


আমার এই গৃহখানি বর্ষা পাতায় ছাওয়া
করছে খেলা ভিজে মনের ব্যথার কাতর হাওয়া
নানা বরণ লিপি দিয়ে আছে আঁকা মনের বিজন কথা
ওগো অসীম ওগো সসীম ওগো শূন্য ওগো পূর্ণ -
এসো আমার আঙিনাতে, হৃদয় খোলার উৎসবে আজ দুলবে স্বর্ণলতা।