চলে যেতে হবে মহাকালের ওপার হতে যখন আসিবে আহ্বান।
রেখে যাবো ফেলে যত পাওয়া ধন, মান-অপমান
পেয়েছি যত সুখ, পেয়েছি যত ব্যথা,
যত স্মৃতি আছে বুকে, লুকায়ে রেখেছি যত না বলা কথা
কোনদিন হবে না আর বলা,
খেলিতে আসিবো না আর খেলিতে আছে বাকী যেটুকু খেলা।


তোমার চোখের যে আলোটুকু এখনো হয় নাই দেখা
আমার স্বপনে পড়িবে না আর তাহার মমতা আঁকা।


জানি না আমি ভুলিবো কি তোমায়, তুমি কি ভুলিবে আমায়?
নিষ্ঠুর সময়ের খেলা কেন শেষ হয় নিষ্ঠুর বেদনায়?