আমি তোমায় যতই সাজাই মানিক দিয়ে
সাধ মেটে না তোমার দিকে থাকি চেয়ে চেয়ে।


কুহেলিকা বুকে
কেন তৃষ্ণা এতো ঝরছে সুখে-দুখে
মায়াবী সেই মনোলোভা
ছড়াও কিসের আলো-আভা
বুঝতে পারি নাকো
কোন রজনীর জোৎস্নাধারা ভুবন খাতায় আঁকো।


অসীম কখন এলে
সীমার বাঁধন ফেলে
কোন প্রভাতের ফুলে আমার আঙ্গিনায়
তৃষ্ণা আমার তবু মিটলো না যে হায়
আমি যাই ব্যাকুল চোখে ধেয়ে
বাসন্তিকার বটমূলে ভালোবাসার টানে পরাণ বেয়ে বেয়ে।


আমার আশায় একটু দিও ভাষা
একটু দিও ছুঁয়ে আমায়, একটু যাওয়া-আসা
তুমি আমার গোপন কথা মুগ্ধ মনের হাসি
চির কালের প্রহেলিকা ক্ষণকালের ভালোবাসাবাসি।