ভাসিছে জীবন কথা শীতের পাতায়
চেয়ে দেখো তাহাদের
যাহাদের গায়ে জামা নাই।
এত কষ্ট এত দুঃখ কেহ দেখে না
দেখিয়াও চোখেতে কেহ চাহে না
ওরা থাকে চিরকাল উলঙ্গপ্রায়।


শীতের প্রকাশে দেহমন কাঁদে পরম ত্রাসে
রাজপথে থাকে পড়ে ধুলার মতন;
কত পা তাহাদের মাড়ায়ে যায়
তবু কেহ দেখে না তাদের মানবিক চেতনায়।


এ জীবন এমন কঠিন, বেদনা ভরা
পৃথিবীতে আসিবার আগে জানিতো কি ওরা;
জানিতো কি ওরা - বহু যুগ ধরে
পৃথিবীতে মানুষেরা বসবাস করে,
তবু ওরা নহে মানুষের সমান
এ পৃথিবী নিষ্ঠুর অতি, নিষ্ঠুর বিধাতার নিষ্ঠুর অভিধান!