সাজাই দুঃখ আমার মনের মন্দিরে
দেই মালা আমি তারে
সে যে আমার প্রতিমা, প্রভাতে-সন্ধ্যায়
প্রতিদিন আমি করি প্রণাম তারে বারে বারে


শোনায় সে আশার বানী, সে যে প্রেরণা দায়িনী
তাহার কাছে কামনা করি কঠোর দীক্ষা
আশীর্বাদ করি ভিক্ষা -
যেন পারি দিবস-রাত্রি করিতে দুঃসাধ্য পরিশ্রম
রাখিতে অসীম ধৈর্য যদি না পূরে প্রত্যাশা, না পাই বিশ্রাম
হতাশা-কষ্ট বঞ্চণায় ক্লিষ্ট যদি হয় এ জীবন
তবু যেন সম্মুখে এগোতে পারি নয়নের জলে ধোয়ায়ে দুঃখের চরণ।


যদি কেহ নাহি আসে দিতে সান্ত্বনা এ সংসারে, আঘাতে মুড়ষে পড়ি
ভুলিয়া সুখের কথা ফুলের মত আপনাকে তবু যেন তুলিয়া ধরি।