ওগো আমার অন্তর-সাধন, তোমার পরশ পেয়ে আমার মন
উড়ে চলে অসীম শূন্যে, ভেঙ্গে সকল সীমার বাঁধন।


জোয়ার যখন এলো, তুমি আমায় করলে এলোমেলো
বললে, ভয় পেও না, কালের স্রোতে কাটো সাঁতার একটু ক্ষণ
সেই তোমায় শান্তি দেবে, মুক্ত করে একূল-ওকূল সকল দুঃখের কাঁদন।


তাকাই যখন চারিদিকে, মনটা আমার হয় কেমন
কেউ দেখে না কারো দিকে, চলছে সবাই আপন মনে যেই দিকে যে পারছে যেমন।


শান্তি কোথায়? শান্তি না পাই, অশ্রুজলে ঝরছে শুধু নীরব শ্রাবণ
মিথ্যে আশা, বঞ্চণা, আর নিষ্ঠুরতায় ভরা সকল ভুবন
শুধু তোমার পরশ একটুখানি, পূর্ণ করুক অপূর্ণ এই জীবন।