অনন্ত পথ ফুরাবার ছিলো না যে
তবু গেলো ফুরায়ে, বিদায় নিলে
চিরতরে, চাহিলে না পিছন ফিরে


কী রহিলো অবশেষে?
এসেছিলে কত আশা আভাসে
গেলে ফুরায়ে সুগন্ধ বিলায়ে
পথের পাশে বাতাসে ধীরে ধীরে


ছিলো ভালোবাসা,
নবীন বিমল বহুখানি আশা
স্বপনে-বরণে চির পিপাসা
অসীম ছিলো অন্তর ভরে


অবিনাশী সত্য সকল স্মৃতি
স্মরণে বরণে সুপ্রিয় প্রীতি
সকলে পড়িলো ধুলায় ঝরে
অনন্ত পথ ফুরায়ে গেলো, তবু তুমি রহিয়া গেলে অন্তরে