ভূমিষ্ঠ হতে না হতেই
দুষ্ট -মিষ্ট ভাবনাগুলি
আমার কবিতার বুকে এঁকে দিল লিবারিন্থ !
শব্দগুলি যেন সব নিজের নিজের মেটাফর ...
সুদীর্ঘ ছায়াপথে ঘুরতে ঘুরতে
একে অন্যের সান্নিধ্যে সম্প্রীত।
অজানা মেঘের মিছিলে রাতবিলাপের ঢেউ
ছুঁয়ে গেলো কবিতার বিবসন বুক
রহস্যের নীলাভ কোয়াশায় প্রছন্ন ভাবনার উপবন ।
কেদার ঝিঞ্জট গুরবানি ইমন
থমকে গেলো প্রতিটি রাগের আলাপের ক্ষণ
নিঃশব্দ ভাব মোহনায় কেবলই ডিসট্র্যাকশন !