শেষ ঋতুর সংজ্ঞাহীন বিদায়ের আংরাখায়
আনচান নাদান রাত্রির আদিমতা ,একটা  অনবয়ব
আলোর পদচিনহ
মখমলি  চাঁদের মকডালে বসে
কি যেন ইশারা করছে ইতিউতি ।
রাতঘুমের প্রতিটি ষ্টেশনে ষ্টেশনে
স্বপ্ন কেনাবেচার সাইরে্‌ন,
অযত্নে লালিত ইচ্ছাগুলির অন্তসত্বায়
অনুরনে সাড়া দ্রুপদী নৃত্যের মল   !
হয়ত বা নূতন কোনও ইচ্ছার
প্রেক্ষাগৃহে মন্তস্থ হতে চলেছে ইউনিক বসন্ত
যেতে  যেতে রেখে যাওয়া সময়ের দাগ ...