হাজারও পথিকের ভিড়ে ,
হেঁটে যাই অজানার স্টেশন ধরে ; এ পথে ও পথে,
দিকচক্রবলয়ে ।
কতগুলি অভিমানী পদচিনহ ,
আগলে রেখেছে অপার্থিব নীরবতার শৃঙ্খলিত কিউ
রাগে-অনুরাগে।
অবিশ্রান্ত আলো আঁধারের যাপনে
উদ্ভ্রান্ত চড়াই উতরাই বিশ্বাসে পোষে আশ
সামনে সমুদয় মুক্তি !
মহাশূন্যে বেজে উঠে কালের সাইরেন.........
" সাধ করে বাঁচি , আপন খেয়ার মাঝি
পারাপারে যাই হারিয়ে
নিত্য-অনিত্য বোঝে না চিত্ত
মিছে মায়ায় রেখেছ জড়িয়ে ।"
অনুরণনে অবগাহন করে প্রতিটি রক্তবিন্দু...।