অতঃপর এক চিলতে জোসনার আশায় আমি আমবস্যার ঘুটঘুটে অধারে হাতড়ে বেড়াই পূর্ণিমার চাঁদ।
স্মৃতির দূর্গে অবরুদ্ধ আমার ক্ষমাহীন অপরাধ।
সময়ের যাতাকলে পিষ্ট অনুভূতিগুলো
অন্তরে শুধু সীমাহীন অবসাদ।


এরই মাঝে প্রিয়তমার নীকশকালো চোখে
ঝরে নায়াগ্রার জল একাধারে,
জলোচ্ছ্বাসে ভাসে আমার হৃদয়ের আঙিনা
চুপিসারে, অমবস্যার ঘুটঘুটে আধারে।।