আমিতো মানুষ হতে আসিনি
            আমাকে তুমি গাংচিল করে দিও ,
  আমাকে তুমি উড়িয়ে দিও
              হেমন্তের বা শরতের আকাশে
             যে আকাশে ঘাস ফুল উড়ে ।
আমাকে তুমি উড়িয়ে দিও
             নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতের আকাশে
        যে রাতে প্রিয়তমা নীলশাড়ী পড়ার কথা ছিল ।

আমিতো মানুষ হতে আসিনি
             আমাকে তুমি শঙ্খচিল করে দিও
            আমাকে তুমি উড়িয়ে দিও গ্রীষ্মের আকাশে ,  
         যে আকাশে মেহেদি পাতাটা ঝলসে উঠে
   ঝক ঝকে আকাশ আয়নায়
                 আমি আমাকে মানুষ রূপে দেখেনি
       আমিতো মানুষ হতে আসিনি


  আমিতো মানুষ হতে আসিনি
                 আমায় তুমি মেঘমালা করে দিও
            আমাকে তুমি উড়িয়ে দিও বর্ষার আকাশে
  আমি শ্রাবন হয়ে ভেসে যেতে চাই পৃথীবীর সকল আকাশে ।
                আমাকে বরং উড়িয়ে দিও অভয়ারন্যে
আমি মুক্ত ভাবে উড়ে যেতে চাই
          তোমার হৃদয়ের প্রতিটি কৌঠরে
    আমায় তুমি সমুদ্র করে দাও
         আমি আমাকে মানুষ রূপে দেখিনি
                  আমিতো মানুষ হতে আসিনি ।