বালিকা তুমি নারী হয়ে উঠো
ফর্সা কপাল ভরে উঠুক লাল নীল টিঁপে
মন খারাপ হলে আর অভিমান নয়
চল আমারা সূর্যাস্ত দেখি
চল দেখি আলো ও অন্ধকারেরে বৈরিতা ।
বালিকা তুমি নারী হয়ে উঠো
তোমার হাতের কদ হয়ে উঠুক বালার সমান
চল আমরা জোয়ার ভাটা দেখি
ভুমি ও জলের আজন্ম বৈরিতা ।
বালিকা তুমি নারী হয়ে উঠো
চুলে আর বেনী ফুল নয়
চুল তোমার বাঁকানো লতার মত ঝড় তুলুক বাতাসে
চল আমরা বরং নক্ষত্রপুঞ্জ দেখি
দেখে আসি প্রিয় নীল ধ্রুবতারা ।
বালিকা তুমি নারী হয়ে উঠো
অনুভব করো আমাকে ,
তোমার প্রতিটি নিঃশ্বাসে খুঁজে পাবে আমাকে
তোমার প্রতিটি অন্ধকার মুহুর্তে শুনতে পাবে আমার ভারী নিঃশ্বাস
চল আমরা বরং অরন্য দেখি
চল দেখি লতা ও বৃক্ষের অবাধ প্রেম
ভালবাসার অবাধ স্বাধীনতা ।