ধ্রুপদী তুমি কি কখনো এক টুকরো মেঘ এঁকেছিলে ?
পিছনে নীল তার উপর সাদা সাদা মেঘ রাশি
কখনো কখনো তার সাথে মিশে আসে ধুসর ছাঁই রঙ ,
কখনো কি এঁকেছিলে মেঘের উপারে উড়ে যাওয়া গাংচিল ।


আকাশ তুমি কি কখনো এক গুচ্ছ কৃষ্ণ চূড়া এঁকেছিলে ?
গহীন সবুজ অরন্যের মাঝে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
পুষ্প মঞ্জুরীতে কি ছুঁয়ে দিয়েছিলে এক টুকরো বন্য হলুদ ।


পিকাসো তুমি কি কখনো তীরবিদ্ধ একগুচ্ছ কদম এঁকেছিলে ?
পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা থোকা থোকা কদম ।


গুয়েবারা তুমি কি স্বাধীনতা এঁকেছিলে ?
গোলা বারুদ আর বুলেটের নয়
একটি শিশুর বেড়ে উঠার স্বাধীনতা ।
কাঁটাতার উপড়ে অবাধ বিচরনের স্বাধীনতা।


কার্ল মার্কস তুমি কি একটি ফাঁসির মঞ্চ এঁকেছিলে ?
যেখানে ঝুলিয়ে দেয়া হয় গনতন্ত্র ।


রুদ্র দা  তুমি কি কখনো কবিতার স্বপ্ন এঁকেছিলে ?
ছুঁড়ে ফেলেছিলে কি বর্ণ , স্বর বা ছন্দ মাত্রা ?


প্রিয়তমা তুমি কি কখনো একটি মধ্য দুপুরের স্বপ্ন এঁকেছিলে ?
আকাশ যেখানে আয়না
চোখ বুঝেও দেখি তোমাকে
নিঃ শ্বাসে ভেসে আসে তোমার লোম কূপের গন্ধ ।
ধ্রুপদী তুমি কি একটি স্বপ্ন এঁকেছিলে ?
একটি অপলক মুখশ্রীর স্বপ্ন ।