একটুকরো কচি জীবনানন্দের স্বাদ
লতানো ডাঁটার গায়ে প্রথম আলো
সুরভিত দল ঘাসফুল
সে তো জানোই প্রিয়তমা তোমাকে
ওবেলার দুঃখ কাটাকুটি
লাল চাঁদ নীল চাঁদ লোহিত রক্তের সাগর
গ্লানির কলম পেন্ডুলামে দুলবে না আর
বসন্ত এলেই বিন্দু থেকে বৃও হবি
আবার এলোমেলো খেলাঘরে
পুতুল নাচ
সিগারেট ফুঁকে কালির দোয়াত
সাজের বেলা রক্ত ভিক্ষুক সাদা সাদা বিধবা জবা ফুল
জোনাক গাছের শাখায় শাখায় আলো ধরেছে
পাতা গুলো উড়ে গেল অন্ধকারে এদিকে ওদিকে
হাত বাড়ালেই তোর মন ছুঁই
ভাল আছি, আছি বেশ
চোখ বুঝলেই আলো এসে পড়ে চোখে
কবিগুরুর শেষের কবিতায় এখানেই কবিতার শেষ