কবিদের আসরে যেতে নেই আর,
     তাদের গতি মন্থর , মাথায় আর ছেঁড়া ফোঁড়া কবিতা আসে না |
             তাদের দুচোখে ঘুম নেই ,  
     চোখে ঘুম লেগে আছে ক্লান্তি অবসাদ আর ব্যর্থতার দ্ব্যর্থহীন ঘুম|
            মুখে লেগে আছে চাপা বেদনার হাসি,
             বুকে বিঁধে আছে কান্নার দামামা |
কবিদের আসরে যেতে নেই আর,
      তাদের কবিতায় সংগ্রাম নেই আর নেই লোমহর্ষক বাহুল্যতা|
            কবির শিরায় শিরায় ব্যথা জেগে আছে,
            আছে পেয়ে হারাবার দীর্ঘ শ্বাস ,
            আছে নাটকীয় সমাপ্তি আছে অতল ভালবাসা|
কবিদের আসরে যেতে নেই আর,
        তাদের আত্নাটা মরে গেছে,
            বলপয়েন্টে খোঁচায় খোঁচায় রক্ত বের হয়,
         সাদা ক্যানভাস রঙে রঙিন হয়, তাতে আরো অশ্রুজল মিশে ,
     জলরঙে আত্মনাদের ছাপ পাওয়া যায়,
                                   সে তো কবিতা নয় আর |
  কবিদের আসরে যেতে নেই আর,
                                 যেতে নেই আর|