দুটো চোখ ঝুঁকে ছিল আরো দুটো চোখের দিকে
           সন্ধ্যা আকশের খসে পড়া তারার মত হঠাৎ
        খুব করে জ্বলে আবার নিভে যায় ।
চোখ দুটোতে জলের ধারা ছিল  
      ফোয়ারার জল , নোনা জল
    হঠাৎ করে সব জল চুষে নিল
           আকশের মৌন মেঘমালার মত।
চোখ দুটোতে প্রেম ছিল , অবাধ্য ভালবাসা ও জমাট ছিল
সে চোখে একটি গভীর সমুদ্র ছিল
        ডাহুকীদের জল সরিয়ে সাঁতার কাটা
বসন্ত দিবসের উৎসবের রঙ ছিল চোখে ।
ওগো প্রিয়তমা এ চোখে স্বপ্ন দেখালে তুমি
চোখ বুঝলে তুমি চোখ খুললেও তুমি
আমি আকাশ চাই সমুদ্র চাই , চাই তোমার  হৃদয় ভূমি ।