অভিশাপ তাকে যে আমার শ্রাবন জলে শুকানো অশ্রু লুকিয়ে দেখেছে
অভিশাপ তাকে যে তোর লাল কপালে নীল টিপ দেখে অট্ট হেসেছে
অভিশাপ তাকে যে তোর দু'গালে স্বচ্ছ রংয়ে শ্রাবন ধারার নদী এঁকেছে
অভিশাপ তাকে যে স্বপ্ন নয় বাস্তবতা দিয়ে কবিতা লিখেছে
অভিশাপ তাকে যে সন্ধ্যার আকাশে প্রথম পাতায় তোর দু চোখের তারা এঁকেছে
অভিশাপ অভিশাপ অভিশাপ তাকে যে পরাধীন জীবন মেনে নিয়ে দু চোখে মৃত্যু দেখেছে