বরষার আকাশের মত তোমার মুখে হঠাৎ করে উল্লাসে শ্রাবণ আসে
প্রবল জলতরঙ্গের মত তোমার চোখের বাঁকে বাঁধ ভাঙে আমার হৃদয়ের
তোমার ঠোঁটের হাসি গড়িয়ে পড়ে  পাতার জলের মত
নিঃশ্বাসে তোমার স্পন্দন উঠে উত্তাল ফেনিল সমুদ্রের মত
মন আমার বারে বারে মাতাল হয়ে উঠে
হাসির ঝলকে নির্ঘুম রাতে আমার অন্তর আত্না খুজেঁ তোমাকে
তোমার হৃদয়ের চারণ ভূমিতে দুমুঠো প্রশান্তি মেলে!
রুক্ষ চোখে আমি অভিমান বলিনি, চেয়েছি তোমার ভালবাসা
তীর বিদ্ধ কর আমার হৃদয়, ব্যথা উড়ে যাক
ভালবাসায় পরশ বুলিয়ে দিও চোখে, মুখে ,কপালে আর হৃদয়ে