তোমায় ছুঁয়ে দেখবো বলে মন ছুঁয়েছি বরফ শীতল জলে,
তোমায় ছুঁয়ে দেখবো তাই হৃদয় ভাসিয়ে দিলাম
                         অলকানন্দার জলে,
তোমায় ছুঁয়ে দেখবো বলে আকাশের নীল ছুঁয়েছি,
                হরিণ ডাঙ্গার ঝিল ছুঁয়েছি,
তোমায় ছুঁয়ে দেখবো তাই ছুঁয়েছি নদীর সাথে
               সাগর যেথায় মিলে।
তোমায় ছুঁয়ে দেখবো তাই ছুঁয়ে দিলাম মুগ্ধতা ,
       ছুঁয়ে দিলাম শাপলা শালুক বিলে
তোমায় ছুঁয়ে দেখবো তাই ছুঁয়ে দিলাম
                           তোমার ঠোটের তিলে।
তোমায় ছুঁয়ে দেখবো তাই বিষন্নতা ছুঁয়ে দিলাম ,
    মাথায় হাত বুলিয়ে আদর তুমি দিলে
তোমায় ছুঁয়ে দেখবো বলে
                   আদর দিয়ে বেদনা তুমি নিলে।