শহর ঘুমিয়ে গেছে,ঘুমিয়ে গেছে আকাশের তারা গুলো
পাল তুলে নৌকায় উদ্দেশ্যহীন ছেড়ে দিয়ে
          ঘুমিয়ে পড়েছে মাঝি মাল্লারা।
"জেগে আছো ভায়া" হাক ডাক ছেড়ে
        গুটি শুটি মেরে ঘুমিয়ে পড়েছে প্রহরী।
গলির মোড়ের পাহারাদার কুকুরগুলো ও ঘুমিয়ে গেছে।
       ঘুমাতে পারিনি শুধু আমি
আকাশের সবচাইতে দূরেরর যে তারাটি
  আমি তার নাম দিয়েছি তোমার নামে
         ঐ তারাটি ঠিক তোমার মতো
জ্বলে আর নিভে, নিভে আর  জ্বলে ।
গোধুলীর সমুদ্র পেরিয়ে সুর্য্য যখন অস্ত যায়
       ঠিক তোমার মতো তারাটিও ধুসর রঙ ধারণ করে
     তুমি বুঝতে পারবে না কি অপরূপ দেবী হয়ে ওঠো তুমি।


ইচ্ছে করে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকি
    ইচ্ছে করে চলমান পৃথিবী কে স্থির করে দেই তবেই তোমার        এই দেবী রূপ প্রান ভরে দেখতে পেতাম।
আর ঠিক তখনি তুমি বিদায় বেলার গুনগুনানি গান শোনাও ,
     বুকটা আমার কস্টে ফেটে যায়।
দীর্ঘশ্বাস ছেড়ে আবারো সপ্ন দেখি আরেকটি গোধুলী আরেকটি দীর্ঘ্য রজনীর
তারাটির মতো তুমি ফিরে আসবে তো , আসবে তো আবার ফিরে?