আম গাছের ছায়া পড়া লেকের জ্বলে
   পদ্ম ফুটে আছে , কি অপরূপ
পাতাগুলো আগলে রেখেছে প্রিয় কমলকে
  আমি ভাবলাম আমি কি সুন্দর ভালবাসি
     আমি সুন্দর ভালবাসি , তবে তোমাকেও ভালবাসি ।
দু চোখে তারাফুল দেখার দিন পর্যন্ত তোমাকে ভালবাসি।
  
বর্ষায় প্রথম বৃষ্টিস্নানে শিরায় শিরায় উঠা শিহরনের মত তোমাকে ভালবাসি
বাদল দিনের প্রিয় কদম ফুলের মত তোমাকে ভালবাসি
দ্বীতীয় কদম ফুলের মতও তোমাকে ভালবাসি ।

প্রতিফলিত চাঁদের আলো যদি ভালবাসি তবে তোমাকেও ভালবাসি ।
প্রিয় ছোট্ট নদীর মত তোমাকে ভালবাসি
শ্বাস প্রশ্বাস মাতাল খেলার চেয়েও বেশী ভালবাসি
ভালবাসি সপ্তর্ষির প্রিয় তারা গুলো যত ভালবাসি ।


ভালবাসি প্রিয় সত্যের চেয়েও বেশী
প্রিয় কবি , প্রিয় কবিতা , প্রিয় ধ্রুবতারার চেয়েও বেশী ভালবাসি
প্রিয় রক্তিম সূর্য , প্রিয় দুঃখ কষ্ট বেদনা গুলোর চেয়ে বেশী ভালবাসি।  
ভালবাসি প্রিয় রংধনুর মত , প্রিয় প্রেমের প্রতিমার চেয়েও বেশী ।