নিঃশব্দে এলে তুনি গোঁধূলির রঙ মেখে
অবনন চেয়ে থাকা শুধু দূর সীমানালোকে...  
ছায়াপথ সঙ্গী করে,প্রানহীন বুকে জাগে যদি প্রান!
মুহূর্ত সাঁজবে যেথায়/যখন রেখনা কোন পিছুটান...
তুমি আমি হেঁটে হেঁটে হব পথ... গন্তব্য যতদূরেও বা কাছেই হোক..
নীল আলোতে মাতাল জোঁনাকি,অজস্র তাঁরার মিতালি
তুমিও কি সাজবে আবার ? ওগো সন্ধ্যাঁমালতি!
তুমি আমি মেঘ ঝরে ঝরে হব বৃষ্টি...
চেয়ে রব অপলক যতটা দূর যায় দৃষ্টি...
তবুও তুমি আমি হেঁটে হেঁটে হব পথ...
গন্তব্য যতদূরেও বা কাছেই হোক..