আমি একদিন - একদিন করে বাঁচি:
কি করব,যুদ্ধ আমাকে মরতে দেয় নি:
আবার বাঁচতেও শেখায়নি।
তাই আমি একদিন একদিন করে বাঁচি।


ঐ যে দূরে ভাঙা জানালার ফাক গলে চলে যায় দৃষ্টি,
ধ্বংস স্তূপের পাসে পরে আছে লাশটা
সেও কি আমার মত একদিন একদিন করে বেঁচে ছিল?
আহ্ কি শান্তি! মাই নাস চার ডিগ্রি তাপমাত্রাতে ও সে এখন কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে!!
আরেকটা দিন তাকে বাঁচতে হয়নি।


প্রতি বেশির ছোট্ট বাচ্চাটা কম্বল মুড়ি দিয়ে
তার মায়ের সাথে বসে আছে আমার কামড়ায়।
সেও বুঝে গেছে তাকেও একদিন একদিন করে বাঁচতে হবে।
এই একদিন একদিন করে যদি সে
দীর্ঘদিন বেঁচে যায়;
তবে তাকে বয়ে বেরাতে হবে দীর্ঘ যন্ত্রনার ইতিহাস,
যে ইতিহাসের গভীরে তলিয়ে গেছে বাবা তার।


আকাশে উড়ে যাওয়া বিমান গুলোর দিকে
ছোট্ট বেলা কত তাকিয়ে থেকেছি।
তখন ভাবতাম এর পেটের ভেতর থাকা
মানুষ গুলোর গন্তব্য কোথায়?


আর এখন বিমানের শব্দ শুনে বুঝতে পারি;
তবে তারা মৃত্যু ও বহন করতে পারে।
হাইপারসনিক মৃত্যু :শব্দের চেয়ে দশ গুন গতিময় মৃত্যু। নিমিষেই নিশ্চুপ।দীর্ঘ প্রশান্তির ঘুম।।।


আমি আরেকটা দিন বেঁচে থাকি;
আর হাইপারসনিক মৃত্যুর জন্য-
অপেক্ষার প্রহর গুনি।  


                             ২০/০৩/২০২২.